কোঁকড়া চুলের টিপস।
► কোঁকড়া চুলের অধিকারীরা বেশি করে পানি ও পানীয় পান করবেন। এতে চুলের হাইড্রেড বজায় থাকে।
► সপ্তাহে অন্তত তিন দিন চুলে কুসুম গরম তেল ম্যাসাজ করুন।
► কালার, রিবন্ডিং বা স্টাইনিং পণ্য কম ব্যবহার করার চেষ্টা করুন। করলে অবশ্যই ময়েশ্চারাইজ ও কন্ডিশনিং আছে—এমন পণ্য ব্যবহার করবেন।
► কাটার সময় চুল ভেজাবেন না। কারণ ভেজা অবস্থায় কাটলে দেখবেন চুল শুকিয়ে যাওয়ার পর স্টাইল আলাদা হয়ে গেছে।
► যাঁদের কোঁকড়া চুল, তাঁরা বালিশের কাভার সিল্কের ব্যবহার করবেন, এতে চুলে কম জট লাগবে।