জুমার দিন এ রকম দই বিক্রেতাদের ভিড় দেখা যায় ঢাকার মসজিদগুলোর সামনে। গলা ফাঁটিয়ে বলে,"বগুড়ার খাঁটি দই"। আজ দাম জানতে চাইলে বলল, কেজি ১০০টাকা! ১০ টাকা কমাতে পারবে। তাতেই বেরিয়ে এলো বিরাট বাটপারি। বাংলাদেশের কোথাও কী ৯০ টাকা কেজি দই আছে? একজন ডাক্তার এবং আমি যখন বিক্রেতাকে ভয় দেখালাম, সত্যটা জানা গেলো। এই ভেজাল দই বানানো হয় মীরপুরের কোনো চিপাগলিতে। সেগুলো মানুষকে খায় বগুড়ার দই ভেবে। সুতরাং "ভেজাল থেকে সাবধান"।

image