যদি হুট করে একা হওয়া যেতো
আকাশের মতো,
আমি চুপ করে চোখে জল নিতাম
ইচ্ছে যতো,
আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথের বাঁক,
যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক।

#anwarulislamtahsin
#anwarulislam #tahsin

image