যখন জেনেছি, তুমি কস্মিনকালেও আমার হবার নও;
কালের গর্ভে কেবল ডুবতে থাকি গভীর থেকে গভীরে আর চোখ জুড়ে নেমে আসে নিকষকালো অন্ধকার।
আবার যখন জানতে পারি তোমার হাতে পড়েছে অন্য কারো হাত ; আমাকে সম্পূর্ণ গ্রাস করে নেয়
বেদনার নীল রঙ।