"প্রেসের চাকার মত কোন এক ঘাতক সন্ধ্যায় তুমিও জানবে আমি শুধু তোমাকেই ভালোবেসে ছিলাম।।
সদ্য ফিরে আসা হাজীদের মত নিষ্পাপ মনে একদিন তুমিও বলবে কখনো কি তোমাকে চেয়েছিলাম?
কোন এক কাল বৈশাখী ঝরের পর স্ব মূলে উৎপাটিত গাছটির দিকে তাকিয়ে তুমি আমার কথাই ভাববে!

আবার সময়ের উল্টো স্রোতে ভেসে কোন একদিন মাঝরাতে বৃষ্টির শব্দে জেগে উঠে আয়নাতে আমিহীন তুমিটার শ্রী মাপবে।"