প্রভু, তোমায়
লাখো কটি শুকরিয়া।
যদি তুমি আমাকে চোখ দান না করতে, তাহলে আজ আমি তোমার অপরুপ সৃষ্টি দেখতে পারতাম না।
পারতাম না দেখতে আমার জন্মদাতা মাতা-পিতাকে।
যদি দুটি হাত না দিতে তবে আমার জিবন পরিচালনা করার মত কোন উপায় থাকতো না।
যদি দুটি কানে শ্রবন শক্তি না দিতে তাহলে মানুষ আমাকে বধির বলে ডাকতো, শুনতে পারতাম না আযানের সুর, কোর-আনের বানী।
যদি দুটি পা না দিতে লোকে আমাকে খোড়া, লেংড়া ইত্যাদি বলে উপহাস করতো, মন চাইলেও যেথায় খুশি যেতে পারতাম না।
যদি মুখে ভাষা না দিতে তাহলে বোবার অপবাদ নিয়ে জিবনটা কাটাতে হত, শেয়ার করতে পারতাম না মনের সুখ-দুঃখের কথাগুলো।
হে আল্লাহ তুমি আমাকে পুর্নাঙ্গ মানবরূপে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছো। জানি তোমার কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবেনা।
তবুও বলছি-
আলহামদুলিল্লাহ