আগামী ১৯ এপ্রিল পাঁচ ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন নিয়ে আসছে নোকিয়া
পেছনে পাঁচ-পাঁচটি টি ক্যামেরা সহ স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে নোকিয়া।
ক্যামেরার বিবেচনায় এটিকে বলা হচ্ছে ২০১৯ সালের সেরা ক্যামেরা স্মার্টফোন। স্পেনে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
আর সাশ্রয়ী মূল্যের ফাইভ জি স্মার্টফোন এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। যার দাম শুরু হবে ৬৭৯ ডলার থেকে।
রঙিন কিংবা সাদা কালো যেমন ছবি তুলুন না কেন এর প্রতিটি বিষয়বস্তুকে আরো নিখুত ভাবে ধারন করবে। আর এই কাজটি করতে পেছনদিকে ৫ ক্যামেরাযুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল বিশ্বখ্যাত ব্রাঞ্চ নোকিয়া।
১২ মেগাপিক্সেল ধারণক্ষমতার ক্যামেরাগুলোর তিনটি শুধু সাদা কালো ছবি তুলবে, দুটি ব্যবহার হবে রঙিন ছবি তোলার কাজে।
স্পেনের শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৯ পিওরভিউ মডেলের হ্যান্ডসেটটি সবার সামনে তুলে ধরে এর মালিকানা প্রতিষ্ঠান এইচ এম ডি।
নোকিয়া-র মালিকানা প্রতিষ্ঠানের কথায়:-
"বিগত বছরগুলোতে প্রিমিয়াম স্মার্টফোনের বিষয়ে ক্রেতারা অনেকটাই শিখেছে। এতে ফোনের ক্যামেরা নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। নকিয়া ৯ পিওরভিউ মোবাইলটি তাদের জন্য যারা ছবির ডিটেইল নিয়ে কাজ করতে চান।এমনকি ছবি তোলার পর তাতে ভিন্নমাত্রা যোগ করতে চান। কারণ আমরা ফোন ব্যাবহার কারিদের সুযোগ বাড়াতে চাই"
৫.৯ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটিতে রয়েছে ৬ জিবি রেম ১২৮ জিবি পর্যন্ত স্টরেজ থাকছে থালছে ওয়ারলেস চারজিং ব্যবস্থাও।
মার্কিন বাজারে যার দাম পড়বে প্রায় ৬৯৯ ডলার। এটি ছাড়াও কিছু ফিচার ও মধ্যম শ্রেণীর ফোন এনেছে নকিয়া, যার দাম শুরু হয়েছে ৩৫ ডলার থেকে।
নোকিয়া-র মালিকানা প্রতিষ্ঠানের কথায়:-
"গ্রাহকদের জন্য আমরা সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ফোন এনেছি। কারন আমরা সব সময়ই তাদের আপটুডেট রাখতে চাই।"
একটি মাত্র স্মার্টফোন মোবাইল কংগ্রেসে এনে সবার নজর কেড়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি। সাশ্রয়ী দামে ফাইভ জি ফোন এনে।
যেখানে স্যামসাংয়ের ফাইভ জি ফোনের দাম শুরু হয়েছে হাজার ডলারে সেখানে শাওমি এম আই মিক্স ৩ ফাইভ জি ফোনের দাম শুরু হয়েছে ৬৭৯ ডলার থেকে।
শাওমির কর্মকর্তার কথা:-
"ফোনটির মাধ্যমে শাওমি ফাইভ জি জগতে প্রবেশ করলো। এ প্রযুক্তির পরবর্তী কর্মযজ্ঞেও আমরা সামনের সারিতে থাকবো।"
স্মার্টফোনে সিনেমা দেখার অভিজ্ঞতা কে ভিন্ন মাত্রা দিতে টোয়েন্টি ওয়ান এস টু ৯ সিও পর্দার হ্যান্ডসেট নিয়ে এসেছে সনি। এক্সপেরিয়া টেন মডেলের ফোনটিতে ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।