Back To Blogs | My Blogs | Create Blogs

গুগল ক্রোম ব্রাউজারে আসছেন নতুন টুলবার ফিচার

গুগল ক্রোম ব্রাউজারে আসছেন নতুন টুলবার ফিচার

গুগল ক্রোম ব্রাউজারে আসছেন নতুন টুলবার ফিচার

আমি ব্যক্তিগতভাবে গুগল ক্রোম ব্রাউজারের ফ্যান। আর শুধু আমি না, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে। গুগল ক্রোম টিম তাদের নতুন ফিচারগুলো আনার আগে জনসাধারণের জন্য টেস্টিং উন্মুক্ত করে দেয়।

আপনার ইচ্ছামত যেকোন ফিচার চেঞ্জ বা অ্যাড করতে পারবেন। এজন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের ইউআরএল বক্সে গিয়ে chrome://flags লিখে এন্টার প্রেস করতে হবে। তবে প্রত্যেক ফিচার এখানে পাওয়া যায় না।

ক্রোমে নতুন ফিচার আসতে চলেছে। উদাহরণস্বরূপ আমরা নিচেরদিকে একটি টুলবার দেখতে পাব যার মাধ্যমে আমরা সহজে তাদের মধ্যে স্যুইচ করতে পারব।

আপনি যদি ^ আইকনে ক্লিক করেন তাহলে তাহলে একটি নতুন মিনি ট্যাব খুলবে

যেখানে আপনার রিসেন্টলি ইউজকরা ওয়েব পেইজ দেখাবে।

তার পর আপনি যদি + বাটনে ক্লিক করেন তাহলে মিনি ট্যাবে আপনার পছন্দের ওয়েবসাইট অ্যাড করতে পারবেন।

গুগল সব সময়ই আমাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে।
গুগল সবসময়ই ইউজারের কম্ফর্ট অনুযায়ী আপডেট আনে। তাই তাদের ইউজার হারানোর কোন ভয় থাকে না। তো নতুন আপডেট টি আপনার কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।


Comments
Scarlett Angel 40 w

Wow