সড়ক দুর্ঘটনা জনপ্রিয় শিশুশিল্পী আহত

Comments · 1122 Views

সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে পশ্চিমবঙ্গের হুগলির নাটাগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায় তাকে বহনকারী গাড়িটি। এ সময় গাড়িতে তার পরিবারের বেশ কয়েকজন ছিলেন। এমনটাই জানা গেছে একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে।

 

সাবেক খেলোয়াড় বিদেশ বসুর বাড়িতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজার। অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে তাদের গাড়িটি। খবর পেয়ে হাজির হয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

 

হাতে ও মাথায় আঘাত পেয়েছে অদ্রিজা। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে আসা হয়েছে অদ্রিজাকে।

 

অদ্রিজার মা মৌমিতা মুখোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানান, গাড়ির চালকের আসনে ছিলেন তিনি। নাটাগড়ের কাছে রাস্তার খারাপ অংশে গাড়ি পড়ে যাওয়ার পর খুলে যায় পিছনের চাকা। তারপর গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে।

 

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অদ্রিজাসহ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ‘মহাপীঠ’, ‘তারাপীঠ’, ‘বালিকা বধূ’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অদ্রিজা মুখোপাধ্যায়।

Comments