Back To Blogs | My Blogs | Create Blogs

আসছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’, নিবন্ধন শুরু

 

শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০। ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ শিরোনামে আয়োজিত মিস ইউনিভার্সের নিবন্ধন শুরু হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া নিবন্ধন চলবে (২৫ জানুয়ারি) পর্যন্ত। আগ্রহীরা ১ হাজার টাকা ফি দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 

 

এর আগে, ১১ জানুয়ারি রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২০’ সালের বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। তবে বৈশ্বিক মহামারি করোনায় পরিবর্তন এসেছে এবারের মূল আয়োজনে। 

 

মিস ইউনিভার্স বাংলাদেশ এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, দেশের বুদ্ধিমতী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্ব দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। 

 

দেশের নারীদের জন্য এটি এমন একটি প্লাটফর্ম যেখানে তারা তাদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলাসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবেন বলেও জানান রফিকুল ইসলাম ডিউক। 

 

২৫ জানুয়ারি আবেদন শেষ হবার পর পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে মার্চে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনাল। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে মূল আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ পর্বের বিজয়ীরা।


Habibur Rahman  

49 Blog posts

Comments