Back To Blogs | My Blogs | Create Blogs

ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ!

হঠাৎ ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অজয় দেবগণ। কিন্তু কী এমন ঘটল যে নিজের চুল কেটে ফেলবেন তিনি? খোঁজ নিয়ে জানা গেছে অজয়ের ন্যাড়া হওয়ার কারণ চাণক্য। শিগগির চাণক্যের বেশেই দেখা যাবে অজয় দেবগণকে। 

 

জানা গেছে, পরিচালক নীরজ পান্ডে অজয় দেবগণকে নিয়ে চাণক্য বানানোর পরিকল্পনা করেছিলেন বহু আগেই। তবে করোনা পরিস্থিতির কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। এই ছবির গল্প লিখেছেন, মনোজ মুনতাসির। তিনিই অজয়ের ন্যাড়া হওয়ার কথা খোলসা করেন।

 

চিত্রনাট্যকার মনোজ মুনতাসিরের কথায়, এই ছবিটি যাতে অস্কারে পাঠানো যায় সে কথা মাথায় রেখেই বানানো হচ্ছে। 

 

চিত্রনাট্যকার মনোজ মুনতাসির ভারতীয় গণমাধ্যমকে আরও জানান, এই ছবিটি বানানোর জন্য তিনি এবং পরিচালক নীরজ দুজনেই সারাদেশ ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে বিহারের পাটলীপুত্রও রয়েছে। তিনি বছরের প্রায় অর্ধেক সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং চাণক্য’র বিভিন্ন বই পড়ার জন্য সময় ব্যয় করেছেন।

 

প্রসঙ্গত এর আগে জানা গেছিল এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে অজয়কে। এই ছবিতে প্রাচীন ভারতীয় সময়সীমার সঙ্গে বর্তমান রাজনৈতিক ও সামাজিক দিকটিও উঠে আসবে।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


Habibur Rahman  

49 Blog posts

Comments