সব থেকে বড় ফ্যানকে হারিয়েছি: সিয়াম নাসির

Comments · 1269 Views

 

উত্তরার একটি হাউসে নাটকের শুটিং চলছে। অভিনয় করছেন সিয়াম নাসির। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমান সময়ের কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি

 

কেমন আছেন?

ভালো আছি, আলহামদুলিল্লাহ।

 

কিসের কাজ করছেন?

ভ্যালেন্টাইন উপলক্ষে একটি নাটকের শুটিং করছি। ডিফরেন্ট একটা গল্প আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে।

 

নায়কের বন্ধুর চরিত্রে আপনাকে বেশি দেখা যায়, কারণটা কি?

নায়কের বন্ধু এবং ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করি। ডিফরেন্ট চরিত্রে অভিনয় করতে ভালো লাগে।

 

টিকটকে আপনার জনপ্রিয়তা কীভাবে হলো?

মজা করেই টিকটক করা, মানুষ পছন্দ করেছে। টিকটকও মানুষের কাছে যাওয়ার একটা মাধ্যম।

 

চলচ্চিত্রে আসবেন কবে?

চলচ্চিত্রে আসার চিন্তা এখনো নেই। চলচ্চিত্রের বাজারও ভালো না। তবে ভালো চরিত্র পেলে অভিনয় করব।

 

আপনাকে মজার চরিত্রে অভিনয় করতে দেখা যায়, বাস্তব জীবনেও কি আপনি মজা করেন?

হ্যা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া পছন্দ করি, মজাও হয়। তবে করোনা আক্রান্ত হয়ে আমার বাবা মারা গেছেন, আমার জীবনের সবচেয়ে বড় ফ্যানকে হারিয়েছি।

 

এখন সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে?

আমার মাকে, তারপর ছেলেকে।

 

নায়ক চরিত্রে আপনাকে দেখা যাবে কি না?

না, আমি নায়ক চরিত্রে অভিনয় করতে চাই না।

 

আপনার ফ্যানদের উদ্দেশে কিছু বলেন-

আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বাবা-মাকে ভালোবাসবেন।

Comments