কেউ কখনো বলেনি ভালোবাসি!!

Comments · 1806 Views

_____________??আমি কখনো কারো প্রথম কিংবা শেষ পছন্দ হতে পারিনি!?

আমি সবসময় সবার দ্বিতীয় কিংবা তৃতীয় পছন্দ হয়ে থেকে গেছি!??

 

আমি কখনো কারো জীবনে বেস্ট কিংবা বেটার মানুষটা হয়ে উঠতে পারিনি!??

আমি সবসময় সবার জীবনে মোটামুটি মানুষটি হয়েই থেকে গেছি!?

 

আমি কখনো কারো Crush কিংবা Idol হয়ে উঠতে পারিনি!?

বরাবরের মত সবাই আমাকে দেখে ক্ষেত কিংবা ব্যাগডেটেড উপাধিটাই দিয়েছে কেউ বড়জোর আমাকে খুশি করার জন্য এটা বলেছে, "তুমি খুব সাধারণ!"?

ব্যাস আমি ঐ সাধারণ মানুষের উপাধি পেয়েই খুশি হয়েছি!?

 

আমাকে কেউ কখনো প্রচন্ড অধিকার নিয়ে বলেনি, "তুমি আমার নিজের মানুষ!" আমার তোমাকে'ই লাগবে!?

আমার তোমাকে চাই-ই চাই!?

আমাকে কেউ কখনো বলেনি, "তুমি চোখের আঁড়াল হলে আমার ভয় হয়!"

আমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি কখনো কারো চোখে দেখিনি!??

আমাকে কেউ কখনো গভীর যত্নে আগলে রাখেনি! সবাই এটাই বুঝিয়েছে, "থাকতে হলে নিজ থেকেই থেকে যাও!"?

আমি তোমাকে আগলে রাখছি না আবার ছেড়ে যেতেও বলছি না!?

মানে যাকে একদম ছন্নছাড়া বলে আরকি! আমার সাথে কথা বলার জন্য কেউ কখনো এতটা আগ্রহ দেখায়নি! যতটা আগ্রহ আমি অন্যকারো সাথে কথা বলার জন্য দেখিয়েছি!??

 

কেউ কখনো আমাকে বলেনি, "তোমার সাথে কথা না বলে থাকতে আমার ভীষণ কষ্ট হয়!??

আমার সাথে রোজ সময় করে কেউ কখনো কথা বলেনি!☹️

কথা বলেছে তার কোনো প্রয়োজনে কিংবা সময় কাটাতে!?

 

আমাকে কেউ কখনো কানের কাছে মুখ এনে চুপিচুপি বলেনি," ভালোবাসি"?

আসলে আমি সবসময় সবার জীবনে অপশন হয়েই থেকে গেছি!??

কারো জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি কখনো!??

আমাকে বুঝে আমার সবকিছু নিজের মতো করে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাওয়ার মতো কাউকে কখনো আমি পাইনি!??

Comments