শিশুর অতিরিক্ত বমি হলে কী করবেন

Comments · 858 Views

বমি হওয়া শিশুদের খুবই সাধারণ সমস্যা। এ নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই।

চিকিৎসকের কাছে এলে মা-বাবার প্রধান অভিযোগই থাকে, তাদের বাচ্চা কোনো কিছু খেয়ে পেটে রাখে না, বমি করে দেয়। তবে শিশুর বমি করা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

কেন বমি হয়

শিশুদের হজম ক্ষমতা কম থাকে। তারা সব খাবার সহজে হজম করতে পারে না। সে জন্য তারা বমি করে ফেলে দেয়। যখন একটু একটু করে বড় হতে শুরু করে, তখন তাদের হজম প্রক্রিয়ার উন্নতি হতে থাকে।

শিশুর বমি হলে কী করবেন-

খাবার স্যালাইন প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ওষুধ খাওয়াবেন না।

শিশু অতিরিক্ত বমি করলে এবং অতিরিক্ত বমির পর যদি দেখেন শিশু প্যারালাইজড হয়ে যাচ্ছে, হাত-পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে বা চোখ উল্টে যাচ্ছে এবং অস্বাভাবিক আচরণ করছে, তখন শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

লেখক: শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

Comments