একজন মুসলিম হিসাবে এটা আমাদের বুঝা উচিৎ।

Comments · 1098 Views

একজন অমুসলিম যখন বুঝতে পারে তথন একজন মুসলিম বাবা - মা বুঝতে পারে না ,সত্যিই দুর্ভাগ্য --

শেক্সপিয়র বলেছিলেন,

"একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না,কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।"একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde."নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"

.

হুমায়ূন আহমেদ বলেছিলেন,

"ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই

প্রেমে পড়বে।হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর নাহয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।"

 

ইসলাম ধর্মে.

যেখানে স্বামীর আপন ভাই কে দেখা দেওয়া মৃত্যুর সমতুল্য করা হয় হয়েছে, সেখানে অন্য কোন ছেলের সাথে দেখা করা তো সম্পূর্ণ হারাম/নিষিদ্ধ।

 

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই।

আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক।

সুতরাং বিপরীত লিঙ্গের বন্ধুত্বকে আমরা না বলি ৷ ইসলাম যা বিয়ে বর্হিভূত সম্পর্ককে অবৈধ ঘোষনা করছে ১৫০০ বছর আগেই ৷

Comments