Back To Blogs | My Blogs | Create Blogs

জাতির পিতার চরিত্রে অভিনয় করবো, চাপ তো একটু থাকবেই।

জাতির পিতার চরিত্রে অভিনয় করবো, চাপ তো একটু থাকবেই। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ হতে যাচ্ছে। এতে প্রধান চরিত্র বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে। কয়েকদিন পরই ভারতের মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

শনিবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন এই সিনেমার বেশ কয়েকজন অভিনয় শিল্পী। তাদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দিঘীসহ অনেকেই। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো তা জানতে চাইলে আরিফিন শুভ সারাক্ষণকে বলেন, অনেক কথাই তিনি বলেছেন। সিনেমায় আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছি জেনে তিনি খুবই খুশি হয়েছেন। বঙ্গবন্ধুর অনেক স্মৃতিই তিনি শেয়ার করেছেন, যেগুলো এই সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে আমার জন্য সহায়ক হবে।

 

শুভ বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, 'তুমি আমার বাবার চরিত্রে অভিনয় করছো। মন দিয়ে অভিনয় করবে। আমি যেন পর্দায় একজন বঙ্গবন্ধুকেই দেখতে পাই'। এছাড়া আরো অনেক বিষয়েই কথা হয়েছে। সেখানে শেখ রেহানা আপাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে দেখা করে আমি অনেক কিছুই জানতে পেরেছি।

 

এত বড় চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো চাপ অনুভব করছেন কিনা, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জাতির পিতার চরিত্রে অভিনয় করবো, চাপ তো একটু থাকবেই। তবে কাজটি ভালোভাবে শেষ করতে পারলে গর্বের আর শেষ থাকবে না।

বায়োপিকটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্যাম বেনেগাল। এর চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের কর্মশালায় অংশ নিবেন শুভ। এরপর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।


Mohammad Anamul Hoque  

1 Blog posts

Comments