Back To Blogs | My Blogs | Create Blogs

8,990 থেকে ২২,000 টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন

এই মুহূর্তে 8,990 থেকে ২২,000 টাকায় বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। এই বাজেট সেরা পাঁচটি স্মার্টফোনগুলি দেখে নিন।

 

 8,990 থেকে ২২,000 টাকার মধ্যে  সেরা পাঁচটি স্মার্টফোন

ব্রান্ড নামঃ          ⇄                   দামঃ

Redmi 8A    ⇄    ৳10,999 টাকা

Realme C2    ⇄    ৳8,999 টাকা

Infinix Note 5    ⇄    ৳11,990 টাকা

Redmi 7    ⇄    ৳12,999 টাকা

Nokia 5.1 Plus    ⇄    ৳21,990 টাকা

  1. Redmi 8A (৳10,999 2/32 GB)

 

ডুয়াল সিম Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। Redmi 8A ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।

 

Redmi 8A ফোনে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

 

Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। Redmi 8A ফোনের বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

ছবি তোলার জন্য Redmi 8A ফোনে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

 

2. Realme C2 (৳8,990 2/32 GB)

ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Realme C2 ফোনের পিছনে ডায়মন্ড কাট ফিনিশ থাকছে

 

Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

3. Infinix Note 5 (৳11,990 3/32 GB)

ডুয়াল সিম Infinix Note 5 এ থাকছে একটি 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P23 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Infinix Note 5

 

Infinix Note 5 এর পিছনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই দুই ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে। 

 

কানেক্টিভিটির জন্য Infinix Note 5 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।

 

4. Redmi 7 (৳12,999 2/16 GB

৳13,499 2/32 GB

৳13,999 ৳14,999 3/32 GB)

 

ডুয়াল সিম Redmi 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

 

Redmi 7-এ রয়েছে একটি Snapdragon 632 চিপসেট 

 

 

ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

 

কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

5. Nokia 5.1 Plus (৳21,990 3/32 GB)

Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।

 

Nokia 5.1 Plus-এ রয়েছে একটি 3060 mAh ব্যাটারি 

 

Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সর। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সর। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

 

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

Note: উপরের ফোন প্রাইস বর্তমান মার্কেটের নেট প্রাইস দেখেই সগ্রহ করা হয়েছে ৷]


অছিন পাখি

5 ब्लॉग पदों

टिप्पणियाँ
Sujoy Mondal 3 साल

Nice

 
 
Shawon islam Suzon 3 साल

Good