Messenger এ Vanish mode চালু করে নিরাপদ চ্যাটিং করুন

প্রতিদিনই আমরা যোগাযোগের জন্য মেসেঞ্জার ব্যবহার করে থাকি। মেসেঞ্জারে গিয়ে আমরা যে চ্যাটিং করে থাকি তা সেখানে সেভ থাকে। ফলে আপনি এবং আপনার বন্ধু উভয়ের সেটি যে কোন সময় দেখতে পারে। আপনি যদি কোন গোপন কথা সেখানে বলতে চান তাহলে সেটি আর গোপন থাকবে না। এমন যদি হয় যে, আপনার বন্ধু আপনার পাঠানো মেসেজ দেখার সঙ্গে সঙ্গে সেটি Delete হয়ে যাবে। তবে তা কেমন হয়?

 

আজকে আমি আপনাদের এমন একটি tricks বলবো যার মাধ্যমে আপনার Messenger Chating হবে আরো নিরাপদ।

?এজন্য আপনাকে চলে যেতে হবে মেসেঞ্জারে।

?এরপর যার সাথে চ্যাটিং করবেন তার প্রোফাইলে চলে যান।

?এখন আপনাকে Vanish Mode অন করতে হবে।

?এরপর Vanish mode অন করার জন্য, নিচের পদ্ধতিতে ঠিক নিচ থেকে উপরের দিকে Swipe করে কিছুক্ষণ ধরে থাকুন।

?তারপর আপনার চ্যাটিং এ vanish mode চালু হয়ে যাবে।

এখন আপনি ইচ্ছামত মেসেজ করতে থাকুন আপনার বন্ধুর সাথে। সে মেসেজ দেখার সঙ্গে সঙ্গে সেটি ডিলিট হয়ে যাবে।

উল্লেখ্য যে, এ অবস্থায় আপনি এবং আপনার বন্ধু এখান থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না। কারণ, এ অবস্থায় ফোনে screenshots এবং recording হবে না। তাকে তথ্য সংগ্রহের জন্য অন্য কোনো ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে।

? Messenger Vanish Mode বন্ধ করার জানা আপনি উপরে দেখতে পাবেন " turn off vanish mode"। আপনি চাইলে এখান থেকেও বন্ধ করতে পারেন।

?এছাড়া আপনি যদি স্কিনের উপর থেকে নিচের দিকে Swipe করেন, তাহলেও vanish mode টি বন্ধ হয়ে যাবে।

Comments