গুগলের বিরুদ্ধে মামলা করলো ট্রাম্প প্রশাসন

Comments · 1287 Views

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।

আস্থা ভঙ্গের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয় বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এমন অভিযোগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মামলা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

বিবিসি বলছে, গুগলের মতো এত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত কয়েক বছরের মধ্যে মার্কিন সরকারের পক্ষ থেকে এমন মামলা করা হয়নি। এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর এই মামলা করলো মার্কিন প্রশাসন।

অভিযোগে বলা হয়েছে, গুগল বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

গুগল বলছে, এই মামলা অত্যন্ত ত্রুটিযুক্ত। মানুষ গুগল ব্যবহার করছে কারণ তারা এটা পছন্দ করছে। এমন তো নয় যে, বিকল্প না পেয়ে বা তাদের গুগল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

Comments