Back To Blogs | My Blogs | Create Blogs

মাদক মামলায় রিয়ার জামিন মঞ্জুর, ভাই শৌভিকের আবেদন খারিজ

মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছে মুম্বাই আদালত। বুধবার সকালে তার জামিন দেয় মুম্বাই হাইকোর্ট। তবে রিয়ার ভাই শৌভিকের জামিনের আবেদন রিজ করে দিয়েছে আদালত। এ দিন ১ লক্ষ টাকার বন্ডে রিয়ার জামিন মঞ্জুর করে আদালত।

জানা যায়, গতকাল তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিল দেশটির নিম্ন আদালত।

জামিন মঞ্জুর করে আদালত জানিয়েছে, জামিন পেলে আগামী ১০ দিন পার্শ্ববর্তী থানায় হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে। সেই সঙ্গে নিজের পাসপোর্টও জমা রাখতে হবে থানায়। পুলিশের অনুমতি ছাড়া গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না তিনি। বিদেশ যেতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: গানে হাদিসের ব্যবহার, ক্ষমা চাইলেন রিয়ানা

রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, আইনি প্রক্রিয়া না মেনে বিনা যুক্তিতে গ্রেফতার করা হয়েছিল রিয়াকে। তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়াকে হেনস্থা করেছে। এ বার এর শেষ হওয়া দরকার।

এদিকে, এদিন রিয়ার পাশাপাশি সুশান্তের দুই কর্মচারী দীপেশ সবন্ত এবং স্যামুয়েল মিরান্ডার জামিনও মঞ্জুর করেছে আদালত। ৫০ হাজার টাকা করে বন্ড দিতে হয়েছে তাদের। দুজনের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে।


Rajjohin Raja  

116 Blog Beiträge

Kommentare