Back To Blogs | My Blogs | Create Blogs

ওমরাহ পালন নিয়ে প্রচারণার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার প্রচারণা বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯-এর কারণে সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালন শুরুর বিষয়ে কোনো আনুষ্ঠানিকপত্র এখনও পাওয়া যায়নি। তারপরও কয়েক ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিধিমতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে কোনো এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এ ছাড়া ওমরাহ করতে ইচ্ছুক সবাইকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়েছে।


Akash Ahmed  

124 blog posts

Reacties