চেন্নাইকে হারাল হায়দরাবাদ

Comments · 1139 Views

এবারের আইপিএলের শুরুতেই পথ হারিয়ে ফেলেছে খেলাটির সফলতম দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির চেষ্টার পরও গতকাল ৭ রানে হেরেছে তারা সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

আগে ব্যাট করা হায়দরাবাদ ৫ উইকেটে ১৬৪ রান করেন। ভারতের সদ্য সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক প্রিয়াম গর্গ ২৬ বলে ৫১ রান করেন। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে চেন্নাই। শেষ দিকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ৫০ রান করা জাদেজা ও ৪৭ রান করা ধোনি।

সংক্ষিপ্ত স্কোর :

সানরাইজার্স হায়দরাবাদ : ২০ ওভারে ১৬৪/৫ (গর্গ ৫১*, অভিষেক ৩১, পান্ডে ২৯, ওয়ার্নার ২৮; চাহার ২/৩১)।

চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৫৭/৫ (জাদেজা ৫০, ধোনি ৪৭*, ডুপ্লেসি ২২; নটরাজন ২/৪৩)।

ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৭ রানে জয়ী।

Comments