Back To Blogs | My Blogs | Create Blogs

বন্যাদুর্গতদের পাশে মুশফিকের ফাউন্ডেশন

বন্যাদুর্গত ৩শ পরিবারের মাঝে ত্রাণ দিল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ফাউন্ডেশন। করোনাভাইরাসের সাথে দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যায় লাখ-লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, খাদ্যের চরম সংকটে দিন কাটাচ্ছেন তারা। এসব অসহায় মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন।

ফেসবুকে একটি ছবিসহ পোস্ট করে মুশফিক লিখেছেন, 'যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তের সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শানার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দুই পাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।'

'চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প।'

'আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অর্ন্তগত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের Mushfiqur Rahim Foundation আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।'


Shakib Khan

106 blog posts

Reacties