Back To Blogs | My Blogs | Create Blogs

বিরাটকে টপকে নয়া রেকর্ড গড়লেন বাবর আজম

বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল প্রথম টি-২০। তিন ম্যাচের সিরিজে গতকাল রবিবার (৩০ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয় পাকিস্তান। সিরিজে ১-০ এগিয়ে যায় হোম ফেভারিটরা।

স্বাভাবিকভাবে টেস্টের পর টি-২০ সিরিজেও মুখ থুবড়ে পড়ায় পাকিস্তান শিবিরে হতাশা। তবে গতকাল রবিবার বাইশ গজে ব্যাট হাতে নজর কাড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুরন্ত ব্যাটিং করে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে।

এমনিতেই সাবেক পাকিস্তানি তারকারা বাবরকে কোহলির সঙ্গে তুলনা করে থাকেন। এবার সেই ডানহাতি ব্যাটসম্যানই ইংল্যান্ডের মাটিতে নতুন রেকর্ড গড়ে স্পর্শ করলেন ভারত অধিনায়কের মাইলস্টোন। একইসঙ্গে নাম লেখালেন অজি তারকা অ্যারন ফিঞ্চের পাশে। তা কী রেকর্ড গড়লেন বাবর আজম?
কোহলি ও ফিঞ্চের মতোই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম দেড় হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন মাঠে নামার আগে মাইলস্টোন থেকে ২৯ রান দূরে ছিলেন আজম। নিজের ৩৯তম ইনিংসে এই নজির গড়লেন তিনি।

তবে এখানেই শেষ নয়। একটি ক্ষেত্রে কোহলিকে টপকেও গেলেন তিনি। টি-২০ ক্রিকেটে খেলায় সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ৫০০ রানে) এখন আজমেরই। বর্তমানে টি-২০ ক্রিকেটে তার গড় ৫০.৯০। এর আগে ৫০.৮০ গড় নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি। তবে কোহলি বাবরের থেকে দ্বিগুণেরও বেশি ম্যাচ খেলেছেন।


Akash Ahmed  

124 Blog posts

Comments