মেসির ‘দশ নম্বর’ জার্সি গায়ে জড়াতে চান বার্সার যে খেলোয়াড়

Comments · 1190 Views

পুরো ফুটবল দুনিয়াই এখন মেসিবন্দনায় মুখর। বার্সেলোনা ছেড়ে যাওয়ার খবরে মেসি নিয়ে নানা গুঞ্জন চাউর হয়। প্রিয় ক্লাব ছাড়ার খবরে অনেকেই মনঃক্ষুণ্ণ। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন মেসি কোথায় পাড়ি জমাচ্ছেন তা জানতে।

সত্যিই যদি বার্সেলোনা ছেড়ে চলে যান মেসি তাহলে তার জার্সি গায়ে জড়াবেন কে? এমন প্রশ্নের অবশ্য উত্তর মিলেছে। মেসির অবর্তমানে দশ নম্বর জার্সি গায়ে জড়াতে চান ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। এ খবর জানিয়েছে স্পেনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম।

তাদের খবর অনুযায়ী মেসি ক্লাব ছাড়লেই কেবল ব্রাথওয়েটের পরতে চান দশ নম্বর জার্সিটি। বর্তমানে বার্সেলোনায় ১৯ নম্বর জার্সি পরেন ব্রাথওয়েট। বার্সায় আসার আগে লেগানেসের হয়ে লম্বা সময় পরেছেন ২৫ নম্বর জার্সি, শেষদিকে নিয়েছিলেন ৭ নম্বর জার্সি। তবে মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সি পরে খেলতেন মার্টিন ব্রাথওয়েট।
জানা গেছে, নতুন মৌসুমে এটি পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাথওয়েট। গত মঙ্গলবার বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে চুক্তির শর্তাদি মিলে গেলেই কেবল বার্সা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন এ আর্জেন্টাইন জাদুকর। যা আপাতদৃষ্টিতে একপ্রকার অসম্ভবই মনে হচ্ছে। কেননা মেসির বাই আউট ক্লজ প্রায় ৭ হাজার কোটি টাকা।

তবু যদি সত্যিই বার্সেলোনা ছেড়ে দেন মেসি, তাহলে খালি হয়ে যাবে ক্লাবটি বিখ্যাত দশ নম্বর জার্সি। যেটি গায়ে জড়িয়ে মাঠ মাতিয়েছেন স্পেনের লুইস সুয়ারেজ, ডিয়েগো ম্যারাডোনা, স্টিভ আর্চিবল্ড, রিস্টো স্টইচকভ, রোমারিও, গিওর্গি হ্যাগি, রিভালদো, হুয়ান রোমান রিকুয়েলমে ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা।

Comments