Back To Blogs | My Blogs | Create Blogs

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ দাবিতে মানববন্ধন

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নগরীতে বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র অনেক মেধাবী শিক্ষার্থীকে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়। করোনার এই দুর্যোগে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় টিউশনি না থাকায় মহাসংকটে পড়েছেন এসব শিক্ষার্থী। ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ ঘোষণা করা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জেলার সব শিক্ষার্থীর মেস ও বাসা ভাড়া মওকুফ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা এমএ হামজা রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিকাশ শীল, সংগঠক ফারজানা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ মহিউদ্দিন আকাশ। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে।


Shakib Khan

106 Blog posts

Comments