‘ফ্লপ হলেও শুরুটা তো হবে’

Comments · 1218 Views

বলিউড আবারো সবাই ব্যস্ত হয়ে যাচ্ছেন সিনেমায়। ক্যাটরিনা কাইফ ফিরছেন নতুন সিনেমা নিয়ে। তবে এবারের আলোচনাটা একটু ভিন্ন। সাধারণত মুখ্য চরিত্রে দেখা যায় না তাকে। এবার সেই সুযোগ এলো তার।

সুপারহিরো চরিত্রে দেখা যাবে তাকে। আলী আব্বাস জাফরের লেখা ও পরিচালনায় নির্মিত হবে সুপারহিরোধর্মী এক সিনেমা। সে সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে।

নারী সুপার হিরোকে দর্শকরা কতটা গ্রহণ করবে সেই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আসলে এটা নিয়ে আমি ভাবিনি। কথা হচ্ছে সুপার হিরো বলতে যে শুধু পুরুষ চরিত্র সেই ধারনাটা পাল্টাবে। কথা হচ্ছে ফ্লপ হলেও শুরুটা তো হবে। এরপর অন্য প্রযোজক আরো ভালোভাবে চেষ্টা করবে।

Comments