Back To Blogs | My Blogs | Create Blogs

মেসিকে পেতে নেইমারের অনুরোধ

শুরুর দিকে পিএসজি খুব একটা সাড়া দেয়নি। তবে দলের মূল তারকা নেইমারের অনুরোধে নড়েচড়ে বসেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসিকে পেতে বার্সেলোনাকে নাকি প্রস্তাব দেবে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হওয়া দলটি।

মেসিকে পেতে মাঠে নেমেছে বেশ কয়েকটি দল। এর মধ্যে সবার আগে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মেসির সাবেক গুরু পেপ গার্দিওয়ালা সেখানে থাকায় আলোচনায় পাচ্ছে বাড়তি মাত্রা। তবে মেসির সাবেক বার্সা সতীর্থ নেইমারের অগ্রগামিতায় মাঠে নামছে পিএসজিও।

দুজনের জাতীয় দল ভিন্ন মেরুর হলেও মেসি-নেইমারের সম্পর্কটা কিন্তু বেশ উষ্ণ। আর সেটা বার্সেলোনার কারণেই। মেসি বার্সাতে আছেন আশৈশব। নেইমার ন্যু ক্যাম্পে কাটিয়েছেন চারটি মৌসুম। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও সম্পর্ক থেকে গেছে আগের মতোই। বিপদে আপদে দুজনই পাশে থেকেছেন নিরবচ্ছিন্ন। নেইমারকে পুনরায় পিএসজি থেকে বার্সাতে আনার ব্যাপারে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন মেসি। কিন্তু সেটা ধপে টেকেনি। এবার বার্সার সঙ্গে মন মালিন্যের জের ধরে মেসি যখন চলে যেতে চাইছেন, পুরোনো বন্ধু নেইমার জোর কদমে এগুচ্ছেন মেসিকে পিএসজিতে টানতে।
মেসিকে দলে টানতে পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এমনটি এক টুইটে জানিয়েছেন স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন। তার টুইট, তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।

অন্যদিকে বিইন স্পোর্টসের সংবাদ কর্মী ত্রানকেদি পালমেরি বৃহস্পতিবার মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইট করেন। প্রথম টুইট, পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে। দ্বিতীয় টুইট মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।

এদিকে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইতোমধ্যে মেসি-নেইমারের মধ্যে ফোনে কথা হয়েছে। শুধু নেইমার নয় পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়ার সঙ্গেও নাকি মেসির কথা হয়েছে।

বার্সার সঙ্গে মেসির চুক্তির আদ্যপান্ত জানার চেষ্টা করছে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। এমন তথ্য দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস। মেসির প্রতিনিধি দলকে পিএসজি ক্রীড়া পরিচালক নাকি বলেছেন, প্রস্তাব রাখার আগে কিছু বিষয় অবশ্যই তাদের বিবেচনা করতে হবে। এর মধ্যে আর্থিক সংগতি নীতি (এফএফপি) গুরুত্ব পাচ্ছে। বার্সার সঙ্গে মেসির চুক্তি ২০১২ সাল অবধি। তার রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এ দামে তাকে কিনবে না কোনো দলই। এমনকি পিএসজিও নয়। তবে ফ্রিতে কিংবা এর চেয়েও কম দাম হলে ভিন্ন কথা।

মেসি অবশ্য এরই মধ্যে দ্বারস্থ হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে। সেখানে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। ফিফা অনুমোদন দিলে স্বস্তি মিলবে আর্জেন্টাইন গ্রেটের। সেক্ষেত্রে রিলিজ ক্লজ তখন থাকবে শুধু খাতা কলমে। ফ্রি হিসেবে তখন মেসি যোগ দিতে পারবেন যেকোনো ক্লাবে।


Shakib All Hasan

107 blog messaggi

Commenti