Back To Blogs | My Blogs | Create Blogs

যুক্তরাষ্ট্রে তিন লাখ ৮০ হাজার ভিডিও সরাল টিকটক

যুক্তরাষ্ট্রের নিজেদের ইমেজ ঠিক করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে যাচ্ছে ক্ষুদ্র ভিডিও তৈরির অ্যাপ টিকটক। সম্প্রতি তারা জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে তিন লাখ ৮০ হাজারে বেশি ভিডিও ক্লিপ সরিয়ে নিয়েছে। আর এটা করা হয়েছে বিদ্বেষ দূরীকরণ অভিযানের অংশ হিসেবে।

এ ছাড়া ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর মতো কনটেন্ট তৈরি এবং আচরণের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে এক হাজার ৩০০-এর মতো অ্যাকাউন্ট। পাশাপাশি মুছে ফেলা হয়েছে ৬৪ হাজার মন্তব্য। এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়ে টিকটক ইউএসের নিরাপত্তাবিষয়ক প্রধান এরিক হ্যান বলেন, টিকটক দিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করা আমাদের লক্ষ্য।


Shakib Khan

106 Blog Mesajları

Yorumlar