Back To Blogs | My Blogs | Create Blogs

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে থাকছে ভিএআর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চলতি বছরের কোয়ার্টার ফাইনাল থেকেই ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তি (ভিএআর)।


সোমবার ভিএআর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এ প্রযুক্তির প্রথম ব্যবহার করা হয়েছিল। এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচেই ভিএআর ব্যবহার করা হয়। প্রথমবারের মতো প্রযুক্তিটি এএফসির ক্লাবভিত্তিক প্রতিযোগিতায় ব্যবহৃত হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে স্থগিত থাকা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পশ্চিম এশিয়া অঞ্চলের খেলা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কাতারে এবং পূর্ব এশিয়া অঞ্চলের খেলা ১৬ অক্টোবর থেকে মালয়েশিয়াতে শুরু হবে।


md Nayan  

54 Blog posts

Comments