Back To Blogs | My Blogs | Create Blogs

ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েবে

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবসহ ইনস্টাগ্রাম ও টিকটক বড় ধরনের তথ্য বেহাতের ঘটনার শিকার হয়েছে। এ তিন সেবার ২৩ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে থেমে থাকেনি হ্যাকাররা।

এসব তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে। যেখানে রয়েছে ব্যবহারকারীর নাম, প্রোফাইলের পুরো নাম, প্রোফাইলের ছবি, অ্যাকাউন্টের বিস্তারিত, ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যার মতো বিস্তারিত তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ডার্ক ওয়েবে এসব গুরুত্বপূর্ণ তথ্য অরক্ষিত অবস্থায় রয়েছে। প্রকাশিত তথ্যে প্রোফাইলে দেওয়া ফোন নম্বর অথবা ই-মেইল ঠিকানা রয়েছে।

ধারণা করা হচ্ছে, ফোন নম্বর ও ই-মেইল নিয়ে নেওয়ার পর তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে।

নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক তথ্য প্রকাশের এ তথ্য সামনে এনেছে। তারা প্রথমে ডার্ক ওয়েবে এ ডাটা বেসের সন্ধান পায়। প্রতিষ্ঠানটি কয়েকভাবে ১০ কোটি ব্যবহারকারীর ডাটা সেখানে প্রথমে শনাক্ত করতে পারে।

এরপর বাকিগুলোর বিষয়ে অনুসন্ধান চালালে সেগুলোর তথ্য মেলে। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ টিকটক ব্যবহারকারী রয়েছে। এছাড়া চার লাখ ইউটিউব ব্যবহারকারী রয়েছে। কারা এ তথ্য ফাঁসের সঙ্গে জড়িত সে সম্পর্কে কিছু জানায়নি কম্পারিটেক।


Shakib Khan

106 blog messaggi

Commenti