Back To Blogs | My Blogs | Create Blogs

আমরা কৃষ্ণাঙ্গরা খুব বেশি কিছু চাই না: স্যামি

ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি বর্ণবাদ নিয়ে বরাবরই সোচ্চার। প্রকাশ্যে প্রতিবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন। স্যামি মনে প্রাণে বিশ্বাস করেন, প্রতিটি মানুষকে তার জীবনের জন্য সম্মান করা উচিত। সেটা কৃষ্ণাঙ্গ হোক আর নাই হোক।

স্যামির ভাষ্য, আমরা কৃষ্ণাঙ্গরা খুব বেশি কিছু চাই না। কেবল সাধারণ মানুষের তো আচরণ চাই। আমরা পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করছি কিন্তু তাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা শিখাচ্ছি না।

স্যামি আরও বলেন, আমার মানসিকতা, আমার সংস্কৃতির সঙ্গে মিল থাকতে হবে। আপনারা দেখবেন মানুষ প্রতিটি মুহূর্তে শিখছে। আমি মনে করি না শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান মানুষকে শিক্ষিত করে। ওর বাইরে একটা জীবন আছে। যেখানে আপনাকে প্রতিটি মুহূর্তে শিখতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে সমানভাবে দেখতে হবে। গায়ের রঙের কারণে তারা আলাদা মূল্যায়ন পাবে তা হতে পারে না।


Rajjohin Raja  

116 blog posts

Reacties