Back To Blogs | My Blogs | Create Blogs

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাবেক পাক তারকা

আগামী ২৮ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

আর সেই সিরিজে বাবর আজমদের হারাতে পাকিস্তানেরই সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

বোলিং কোচ জন লুইসের সহকারী হিসেবে কাজ করবেন আজহার মেহমুদ। সেই হিসাবে পাকিস্তানের বিপক্ষে পাক অলরাউন্ডারকেই ব্যবহার করবেন ইংলিশরা।

আজহার মেহমুদ কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন সারে ও কেন্টের হয়ে খেলেছেন। তার ব্রিটিশ পাসপোর্টও আছে। কোচ হিসেবেও খ্যাতি আছে তার। ২০১৬ সাল থেকে তিন বছর ধরে পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন তিনি। তবে গত বছর বিশ্বকাপের পর আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি।

পাকিস্তানের হয়ে ২১ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলেছেন আজহার মেহমুদ। টেস্টে ৩৯টি এবং ওয়ানডেতে ১২৩টি উইকেট জমা রয়েছে তার ঝুলিতে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দলের প্রধান কোচ ক্রিস সিলভার উডকে বিশ্রাম দিয়ে সহকারী কোচ গ্রাহাম থর্পের কাঁধে দায়িত্ব দেয়া হয়েছে। আর থর্পের সহকারী হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড।


Shakib All Hasan

107 Blog posts

Comments