Back To Blogs | My Blogs | Create Blogs

দেখে নিন কিভাবে আমাদের এখানে নতুন একাউন্ট খুলবেন।কম্পিউটার ব্যবহার কারীদের জন্য।

দেখে নিন কিভাবে আমাদের এখানে নতুন একাউন্ট খুলবেন

Followingbook.Com সাইটে রেজিষ্টেশনপদ্ধতি গুলো একটু দেখে নিনঃ

প্রথমে আপনাকম্পিউটারথেকে যে কোন ব্রাউজার চালু করে followingbook.com লিখে ঢুুকুন।

তারপর নিচের ছবির মতSing Upএ ক্লিক করুন

নিচের ছবির মত আপনার-ইউজার নেম,ইমেল,পাসওয়ার্ড এবং আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে Sing Up বাটন এ ক্লিক করুন।

যেমনঃ

ইউজার নেমঃarman

নোট:ইউজার নেম টি অথবা আপনার দেওয়া মেইল টি আর পাসওয়ার্ড মনে রাখতে হবে। কারন আপনি যখন আবার আমাদের FIB লগিন করতে যাবেন তখন দরকার হবে।ইউজার নেম অবশ্যই৫সংখ্যা হতে হবে। যদি আপনার নাম৫সংখ্যার না হয় তাহলে আপনার নামের শেষে নাম্বার ব্যবহার করবেন। যেমন১,২,৩,ইত্যাদি

আর যদি আপনার ইমেল না থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ও রেজিষ্টেশন করতে পারবেন।সেক্ষেত্রে আপনারকে ইমেল এর জায়গায় এরকম দিতে হবেঃ

আপনার মোবাইল নাম্বার@fib.comযেমনঃ01838855449@fib.com

তারপর আবার নিচের ছবির মত করুন

তারপর আবার নিচের ছবির মত করুন

সব গুলো ছবির মত আপনি করলেই হয়ে যাবেন FollowingBook এর গর্বিত সদস্য।


FIB (Official)  

16 Blog Beiträge

Kommentare