ভিভোর নতুন ফোন বাজারে

Comments · 1476 Views

দেশের বাজারে নতুন স্মার্টফোন মডেল ওয়াই৩০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। ভিভো ওয়াই৩০এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৭ ইঞ্চির। ভিভো ওয়াই৩০ পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস১০ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে টাইপ-সি ইসএসবি পোর্ট।

ভিভো ওয়াই৩০এর ব্যাটারি ৫০০০ এমএএইচ। ফোনের র্যাম ৪ ও রম ৬৪ জিবি। ভিভো ওয়াই৩০এর সামনে একটি এবং পেছনে চারটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সামনের ক্যামেরাটি ৮ এমপির এবং পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ১৩, ৮, ২ ও ২ এমপির।

ভিভোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের ওয়াই ৩০ মডেলের স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।

Comments