আপনার Facebook একাউন্ট চিরতরে ডিলেট করুন

Comments · 2169 Views

আপনার Facebook একাউন্ট চিরতরে ডিলেট করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আজকে যে বিষয় টা নিয়ে আলোচনা করব তা আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন।

আমাদের অনেক সময় ওই ফেসবুক একাউন্ট একদম ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়ে।

নিচে ছবির মাধ্যমে দেখানো হল কিভাবে আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করবেন।

এটা খুবই সহজ প্রক্রিয়া , প্রথমে নিচের লিংকে যানঃ

ডিলিট ফেসবুক একাউন্ট

তারপর আপনার পাসোয়ার্ড যদি চায় তাহলে দিবেন যদি ডাইরেক্ট নিচের স্কিনসুটের মতো আসে তাহলে Delete Account এ টিক দিয়ে Continue, ক্লিক করুন

তারপর পরের পেজে যান এবং একদম নিচের দিকে যান তারপর Delete Account ক্লিক করুন ।

বিঃদ্রঃআপনি চাইলে পুনঃরায় ১৪ দিনের মধ্যে আইডিটা ব্যাক আনতে
পারবেন।

সবাইকে ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য। নতুন কিছু পেতে আমাদের সাথেই থাকুন।

Comments