Back To Blogs | My Blogs | Create Blogs

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে কিছু অজানা তথ্য জেনে নিন ,কাজে লাগবে

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে কিছু অজানা তথ্য জেনে নিন ,কাজে লাগবে

সবাইকে আমার আজকের পোস্টে স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমিও ভালো আছে ।

আজকের টপিক


আজ আমরা কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি সম্পকে কিছু কথা জানব ।
কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিঃ

১। মাইক্রোপ্রেসেসরের প্রথম আবির্ভাব
ঘটে কত সালে?
উত্তরঃ- ১৯৭১ সালে।
২। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তরঃ- Mark -1
৩। সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?
উত্তরঃ- সুপার কম্পিউটার।
৪। DOEL ল্যাপটপ প্রস্তুতকারী
প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ- টেসিস
৫। ১ বাইটে বিটের সংখ্যা কত?
উত্তরঃ- ৮
৬। কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে?
উত্তরঃ- ১০২৪ x ১০২৪ বাইট
৭। কম্পিউটার পোর্ট কী?
উত্তরঃ- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।
৮। সিরিয়াল পোর্ট এ কয়টি পিন থাকে?
উত্তরঃ- ৯টি।
৯। BIOS কী?
উত্তরঃ- Basic Input Output System.
১০। কম্পিউটারের বায়োস সংরক্ষিত থাকে কোথায়?
উত্তরঃ- ROM এ।
১১। বাংলাদেশে তৈরি ল্যাপটপ বাজারে
আসে কবে??
উত্তরঃ- ১১ অক্টোবর ২০১১ সালে।
১২। ভাইরাস নামকরন করেন কে?
উত্তরঃ- ফ্রেডরিক কোহেন।
১৩।মাদার অফ অল ভাইরাস বলা হয় কাকে?
উত্তরঃ- CIH ভাইরাসকে।
১৪। CIH ভাইরাস কে তৈরি করেন?
উত্তরঃ- তাইওয়ানের নাগরিক Chen-Ing-Hau.
১৫। সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম
কোনটি?
উত্তরঃ- ইউনিক্স
১৬। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম
প্রথম ব্যবহৃত কত সালে?
উত্তরঃ- ২০০৮ সালে অক্টোবরে।
১৭।সর্বপ্রথম ওয়্যারলেস কমিউনিকেশনের
মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ- ১৯০১ সালে।
১৮। কম্পিউটার কী?
উত্তরঃ- একটি হিসাবকারী যন্ত্র।
১৯।আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- চার্লস ব্যবেজ।
২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ
কী?
উত্তরঃ- হার্ডওয়্যার ও সফটওয়্যার
২১। মেশিনের ভাষায় কম্পিউটারের লিখিত প্রোগ্রাম কে কী বলে?
উত্তরঃ- গন্তব্য প্রোগ্রাম।
২২।ইনটেল প্যারাগন কী?
উত্তরঃ- একটি পঞ্চম স্তরের কম্পিউটার।
২৩। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?
উত্তরঃ- ৫টি
২৪। আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে
কত
সালে?
উত্তরঃ- ১৯৫০ সালে।
২৫।বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি?
উত্তরঃ- এনিয়াক
২৬।প্রথম দিকে কম্পিউটারে ব্যবহার করা
হতো-
উত্তরঃ- ভ্যাকুয়াম টিউব।
২৭।ডট পিচকে কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ- মিলিমিটার ভগ্নাংশে।
২৮।হার্ডডিস্ককে কী বলা হয়?
উত্তরঃ-স্টোরেজ ডিভাইস।
২৯। কমপাইলারের কাজ কী?
উত্তরঃ- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায়
পরিবর্তন করা।
৩০। বেসিক কী?
উত্তরঃ- কম্পিউটারের প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ।
৩১। অ্যাকসেন্ট মেমোরী কী?
উত্তরঃ- মেমোরী চিপ।
৩২।এনকোডার কী?
উত্তরঃ- ডিজিটাল সার্কিট।
৩৩।ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
উত্তরঃ- টিম বার্নস লি।
৩৪। DNS এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Domain Name Services
৩৫। WAN এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Wide Area Network.
৩৬। সেকেন্ডারী মেমোরী কোনগুলো?
উত্তরঃ- হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক এবং সিডি
রম।
৩৭। ফ্লপি ডিস্ক কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- আউটপুট
৩৮। মাউস কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- ইনপুট
৩৯।মজিলা ফায়ার ফক্স কী?
উত্তরঃ- একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
৪০। ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম
একককে কী বলে?
উত্তরঃ-ডেটা।
লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল ।

attention Plz


আমি জাভার জন্য ফেসবুকে একটা প্লাটফর্ম তৈরি করতে চাই ।এবং এন্ড্রোয়েড ইউজারদের কে বলতে চাই যে এখোনো জাভা ইউজার আছে ।
তাই প্রতেক জাবা ইউজার এখানে জয়ইন দিন ।

  • পোস্টি ভালো লাগলে একটা Coment দিবেন


Reacties