মেসির ৭০০ হলো না

Comments · 1687 Views

আজ একটা গোল করলেই মেসি ছুঁতে পারতেন মাইলফলক। হয়ে যেত ক্যারিয়ারের ৭০০তম গোল। মেসি পারেননি, পারেনি বার্সেলোনা।লা লিগায় সেভিয়ার মাঠে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ২০১১ সালের পর লিগে এই প্রথম বার্সেলোনাসেভিয়া ম্যাচ গোলশূন্য ড্র হলো।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেভিয়াকে চাপে রেখে খেলে বার্সেলোনা। বলের দখল আর আক্রমণে এগিয়ে থাকে মেসিসুয়ারেজরাই। তবে গোলের দেখা পায়নি। প্রথমার্ধে বেশ কিছু ফ্রিকিক পায় কাতালানরা। তবে সেসবের একটিও কাজে লাগাতে পারেনি তারা। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি গোলের সুযোগ হাতছাড়া করেন। বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সুয়ারেজও। প্রথমার্ধে দুএকবার অতিথিদের রক্ষণে ভয় ধরিয়ে দেয় সেভিয়া।

ম্যাচের ১৩তম মিনিটে সেভিয়ার ফরাসি ডিফেন্ডার কুন্দের শটা পোস্টের পাশ দিয়ে চলে গেলে রক্ষা পায় বার্সেলোনা। ম্যাচের ২৫ মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। সুয়ারেজের শট ঠেকাতে গিয়ে ব্যর্থ হন সেভিয়ার গোলরক্ষক। এরপর ভালো জায়গায় বল পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ব্রাথওয়েট।

দ্বিতীয়ার্ধে টের স্ট্যাগানকে পরীক্ষায় ফেললেও বল জালে জড়াতে পারেনি সেভিয়া। ম্যাচের ৫৫ মিনিটে ওকাম্পোসের শট আটকে দেন বার্সার গোলরক্ষক। নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ হওয়া সময়েও দলকে রক্ষা করেন তিনি।

আজকের ম্যাচে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ল চ্যাম্পিয়নরা। ৩০ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। পরের ম্যাচের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে যাবে।

Comments