অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে এল দে দে প্যার-দের নতুন গান মুখদা ভেক সে। আর এ ছবিতে এই প্রথম জুটি বাঁধলেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং।
গান মুক্তির পরই নেট দুনিয়া ফেটে পড়ছে উচ্ছ্বাস। পঞ্জাবি এই গানের সুরে কোমর দোলানো শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। গানের মধ্যে অজয় স্ত্রীর সামনেই রাকুল প্রীত সিং এর সঙ্গে প্রেম শুরু করে দিয়েছেন।
এছাড়া, এই গানে অজয়-রাকুলের কেমিস্ট্রি তো জমে ক্ষীর, সঙ্গে টাবুর এক্সপ্রেশনও দেখার মতো। এই ছবির ট্রেলারও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছে কীভাবে টাবু অজয় আর রাকুলের পিছনে কাঠি করে গিয়েছে। চূড়ান্ত এই পার্টি গানের সঙ্গে তব্বু কেঁদেই চলেন।
এদিকে, দে দে প্যার-দে ছবিটি একটি কমেডি ঘরোনার ছবি। আর এ ছবিতে অজয় দেবগন, টাবু, রাকুল প্রীত সিং ছাড়াও আরো অনেকেই অভিনয় করেছেন।