Back To Blogs | My Blogs | Create Blogs

Vidmate এর বিকল্প হিসেবে ব্যবহার করুন SnapTube Premium [Android ব্যবহারকারীদের জন্য]

Vidmate এর বিকল্প হিসেবে ব্যবহার করুন SnapTube Premium। অনেকেই Vidmate অতিরিক্ত বিঙ্গাপন এর জন্য ব্যবহার করতে চান না।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আশা করি পোষ্ট এর টাইটেল দেখেই বুঝে গেছেন কি শেয়ার করতে যাচ্ছি।

অনেকেই Vidmate অতিরিক্ত বিঙ্গাপন এর জন্য ব্যবহার করতে চান না। এছাড়াও আরো অনেক কারণ আছে। সব থেকে যে কারণ টার জন্য অনেকেই এটা ব্যবহার করতে চান না তা হল খারাপ বিঙ্গাপন এবং এটা ইন্সটল করে রাখলে রবি ইউজারদে অটোমেটিক বিভিন্ন এসএমএস সার্ভিস চালু হয়ে, টাকা কেটে নিয়ে যায়। বার বার বন্ধ করে ও এর সমাধান হয় না।

আমরা Vidmate ব্যবহার করি বেশির ভাগও ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য। আজকে আমি যে সফটওয়্যার টা শেয়ার করব তাও ঠিক Vidmate এর মতন ওই সব সার্ভিস দিয়ে থাকে। আর আমি আপনার এটার পেইড ভার্সন দিচ্ছি তাই বিঙ্গাপন এর ও কোন ঝামেলা থাকছে না। তাই Vidmate টা আপনার মোবাইল থেকে আনইন্সটল করে এই সফটওয়্যার টা ইন্সটল করুন। এই সফটওয়্যার দিয়ে ইউটিউব ছাড়াও আরো অনেক গুলো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। নিচে একটা লিষ্ট দিচ্ছি আপনাদের বুজার সুবিধার জন্য।

Supported Sites:-

facebook.com
instagram.com
vevo.com
whatsappdaily.com
dailymotion.com
vimeo.com
vine.co
vuclip.com
metacafe.com
liveleak.com
twitter.com
tune.pk
soundcloud.com
mthai.com
pagalworld.com
dailytube.in
mrpopat.in
pinguda.com
3gpmania.co
funnyordie.com
vid.me
+ Many More

সফটওয়্যার টি ডাউলোড করতে এখানে ক্লিক করুন

পোষ্ট টি ভাল লাগলেএকটা কমেন্ট করবেন। আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য নতুন নতুন আরো অনেক আপডেট আসছে। ধন্যবাদ।

লিখায় কোন ভুল হলে ক্ষমা করবেন।


Azizul Hoque  

10 Blog Mesajları

Yorumlar