প্রথমে টেলিটক
টেলিটক সিমে ৩৩ টাকায় ৩ জিবির অফার আছে সকল টেলিটক ইউজারদের জন্য। যার মেয়াদ ৩ দিন।
অফারটি নেওয়ার জন্য আপনার টেলিটক সিম থেকে ডায়েল করতে হবে *১১১*৩৩#।
দ্বিতীয় গ্রামীণফোন
জিপি সিমের ৪৪ টাকায় ২ জিবি মেয়াদ ৩ দিন এই অফারটি সম্পর্কে হয়ত সবাই অবগত আছেন। তার পরও এই অফারটি ছাড়া বর্তমানে জিপির কম টাকায় বেশি এম্বির আর কোন অফার নেই।
এই অফারটি নেওয়ার জন্য আপনার আপনার জিপি সিম থেকে *১২১*৩২৪২# ডায়েল করতে হবে।
এই অফারটি সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য উন্মুক্ত।
তৃতীয় বাংলালিংঙ্ক
বাংলালিংক সিমের দুইটি কম টাকায় বেশি এম্বির অফার রয়েছে।
একটি হচ্ছে ৩১ টাকায় ১ জিবি ও অন্যটি হচ্ছে ৪২ টাকায় ২ জিবি এবং উভয়ের মেয়াদ ৩ দিন।
১ জিবির অফারটি নেওয়ার জন্য আপনার বাংলালিংক সিম থেকে *৫০০০*৩১# ডায়েল করতে হবে এবং ২ জিবির অফারটি নেওয়ার জন্য আপনার বাংলালিংক সিম থেকে *৫০০০*৪২# ডায়েল করতে হবে এবং অফার দুটি সকল বাংলালিংক গ্রাহকদের জন্য উন্মুক্ত।
চতুর্থ রবি
রবি সিমের জন্য একটি ইন্টারনেট অফার আমার কাছে বেস্ট লেগেছে আর সেটি হচ্ছে ৪১ টাকায় ২ জিবি যা সকল রবি গ্রাহকদের জন্য উন্মুক্ত এবং মেয়াদ ৩ দিন।
এই অফারটি নেওয়ার জন্য আপনার রবি সিম থেকে *১২৩*০৪১# ডায়েল করতে হবে।
পঞ্চম এয়ারটেল
এয়ারটেল সিমে দুটি ইন্টারনেট অফার আমার কাছে বেস্ট লেগেছে। একটি হচ্ছে ৩৮ টাকায় ২ জিবি ও অন্যটি হচ্ছে ৪৪ টাকায় ৩ জিবি এবং উভয়ের মেয়াদ ৩ দিন।
২ জিবির অফারটি নেওয়ার জন্য আপনার এয়ারটেল সিম থেকে *১২৩*০৩৮# ডায়েল করতে হবে ও ৩ জিবির অফারটি নেওয়ার জন্য আপনার এয়ারটেল সিম থেকে *১২৩*০৪৪# ডায়েল করতে হবে।
দুটি অফারই সকল এয়ারটেল ইউজারদের জন্য প্রযোজ্য।