টিচার আবুলকে বলছে। আচ্ছা আবুল তুই বার বার ফেল করিস কেন বলতো।
আবুল টিচার কে বললো
আপনিই হিসাব করে দেখেন স্যার।
.
বছরে ৩৬৫ দিন।
১ বছরে শুক্রবার ৫২ দিন।
শীত গ্রীস্ম বর্ষাকালের ছুটি ৫০ দিন।
বাঁকী থাকলো ২৬৩ দিন।
৮ ঘণ্টা করে প্রতিদিন ঘুমালে হয় ১২২ দিন।
বাঁকী থাকলো ১৪১ দিন।
১ ঘণ্টা করে খেলা করলে হয় ১৫ দিন।
বাঁকী থাকলো ১২৬ দিন।
২ ঘণ্টা করে প্রতিদিন খাওয়া দাওয়ার
পিছনে চলেযায় ৩০ দিন।
বাঁকী থাকে ৯৬ দিন।
১ ঘণ্টা করে সবার সাথে কথা বলতে
চলেযায় ১৫ দিন।
বাঁকী থাকে ৮১ দিন।
বছরে পরিক্ষা হয় ৩৫ দিন।
বাঁকী থাকে ৪৬ দিন।
ঈদ সরকারী ছুটি ২০ দিন।
বাঁকী থাকে ২৬ দিন।
টিভি দেখা আত্মীয়ের বাড়ি
ঘুরতে যাওয়া ২৫ দিন।
বাঁকী থাকে ১ দিন।
সেটাও জন্মদিন।
তাহলে পড়ার সময় কই স্যার?
#
# টিচার বেঁহুশ